তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা-০৩ (লালমোহন- তজুমদ্দিন) ও ভোলা-১ (সদর) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন অহমেদ বীরবিক্রম, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সদর আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরসহ ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ সময় ভোটারদের স্বাক্ষর সঠিক না হওয়া ও সম্পদের সঠি বিবরণ না থাকায় ভোলা-৩ আসনের একমাত্র সতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া ভোলা-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আকবর হোসাইন ও সতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
আজ শনিবার (০৩ জানুয়ারী) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মনোনয়নের পত্রের সাথে দাখিলকরা কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক পাওয়ায় বিএনপির প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), মুহা. নিজামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোছলেহ উদ্দিন, জাতীয় পার্টির কামাল উদ্দিন ও গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়বের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ সময় মনোনয়ন পত্রের সাথে দাখিল করা স্বাক্ষরিত ভোটারদের তথ্য সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া ভোলা-১ আসনে মোট বৈধ প্রার্থী ৭ জন। তারা হলেন, বিএনপি’র গোলাম নবী আলমগীর, বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান, জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা, গন অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মোঃ আশ্রাফ আলী।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানান জেলা রির্টানিং অফিসার ডাঃ শামিম রহমান।

