রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে খুলনায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি বলেছেন, সন্ত্রাসী ও অস্ত্রধারী যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে তেরখাদা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি আরও বলেন, সন্ত্রাস, অস্ত্র, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
অপরাধ দমন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনের অংশ হিসেবেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। জনগণের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতা আরও দৃশ্যমান করা হবে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আল বেরুনি এবং অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল মো. সাইফুল ইসলাম।সভা পরিচালনা করেন তেরখাদা থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার, বিএনপি নেতা মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ ইউসুফ আলী, মো. আবুল বাশার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম জাহেদী, মো. আলীম, মুফতি সাজ্জাদুল ইসলাম ও মানিক মল্লিক।
এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

