Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতার মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি)বিকেল সাড়ে চার টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।

নিহত আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল গ্রামে রাণীনগর থানা পুলিশ অপারেশন ডেভিলহান্ট ফেইজ-টু অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার কারা হেফাজতে থাকাকালীন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশিদ।

নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন।

হঠাৎ অসুস্থ হলে ৪টা ১০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে দ্রুত মারা যান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।