গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গোলক বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার গোলক বিশ্বাস কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত শশধর বিশ্বাসের পুত্র।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নূর আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

