ঝিনাইদহ প্রতিনিধি
কুয়াশার কারনে ঝিনাইদহে কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার বরদা নামক স্থানে কুমার নদের ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (০৩ জানুয়ারি)দিবাগত গভীর রাতে।
জানা গেছে নিহত ড্রাইভার পাবনা জেলার সদর থানার গজবতি গ্রামের কামাল শেখের ছেলে সোহেল শেখ ও হেলপার তার চাচাতো ভাই জাফর শেখের ছেলে মোবারক শেখ। নিহতের
চাচাতো ভাই হৃদয় শেখ জানান, যশোর থেকে খাদ্যবোঝাই ট্রাকটি নিয়ে ড্রাইভার সোহেল শেখ পাবনার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে বরদা পুরাতন ব্রিজে পৌঁছালে সম্ভবত ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা-ট ১১০৮-৫৯। ট্রাকটির মালিক মোহাম্মদ মিজানুর রহমান, ঠিকানা—গ্রাম হাজির হাট, সদর, পাবনা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়ি নিহতদের উদ্ধার করে। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।।

