স্টাফ রিপোর্টার, নড়াইল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
রবিবার(৪জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন ও জাপা প্রার্থী মোঃ মিল্টন মোল্যার প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজ,হলফনামা এবং অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম কিংবা ঘাটতি না পাওয়ায় স্থগিত হওয়া মনোনয়নপত্র দুটি বৈধ বলে ঘোষনা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম মনোনয়নপত্র দুটি বৈধতার বিষয় নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন,১টি পৌরসভা ও নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় ৯৩,নড়াইল-১ আসন।
এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ২লাখ ৯৪হাজার ১৫৫জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ১লাখ ৪৮হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৪৫হাজার ৬৪৮জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ২জন।

