Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-১ জাপা ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

রবিবার(৪জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন ও জাপা প্রার্থী মোঃ মিল্টন মোল্যার প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজ,হলফনামা এবং অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম কিংবা ঘাটতি না পাওয়ায় স্থগিত হওয়া মনোনয়নপত্র দুটি বৈধ বলে ঘোষনা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম মনোনয়নপত্র দুটি বৈধতার বিষয় নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন,১টি পৌরসভা ও নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় ৯৩,নড়াইল-১ আসন।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ২লাখ ৯৪হাজার ১৫৫জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ১লাখ ৪৮হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৪৫হাজার ৬৪৮জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ২জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।