কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিন বলতলা গ্রামে মোঃ রুহুল আমিন মুন্সী (৪৮) নামের এক যুবক রেন্ডি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
পরে রবিবার (০৪ জানুয়ারি)সকালে তার বাবা আতাহার মুন্সি বাড়ির সামনের বাগানের গাছের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে কাঠালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.