নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর করাই ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ রিপন আলী (৫৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ সিপিসি-৩ এর আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত রিপন আলী উপজেলার হরতকিডাঙ্গা গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
জানা যায়, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতো এবং জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা তার বলে স্বীকার করেছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

