আমিনুল ইসলাম (রাজশাহী) দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খোদাবক্স-কে ট্রাইসাইকেল দিয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়।
শনিবার (৩ জানুয়ারী) জাতীয় সমাজসেবা
দিবসে উপলক্ষে দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বরে ট্রাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা অ.ন.ম রাকিবুল ইউসুফ প্রমূখ কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে, গত ৭ নভেম্বর উপজেলা দাউদকান্দি বাজারের প্রতিবন্ধী ক্ষুদ্র সবজি ব্যবসায়িক জীবনসংগ্রাম ও চলাচলের প্রতিবন্ধীখোদাবক্স ট্রাই সাইকেল এর আবেদন করেন। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিনের ও সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফের নজরে এলে ট্রাইসাইকেল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়।
নবীর শিক্ষা করবোনা ভিক্ষা শিরোনামের
প্রতিবেদনে বলা হয়, কঠিন রোগে আক্রান্ত হয়ে দুটি পা হারিয়েছে, তবুও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ষাটোর্ধ খোদা বক্স। গুটিকয়েক লেবু, কয়েকটি চাল কুমড়ো, দুই, তিনটি লাউ বিক্রি করেই জীবন ধারণ করেন। বেচা বিক্রি শেষে, তিন চাকার ভাঙ্গা রিকশার হাত প্যাডেলের দীর্ঘ সময় চালিয়ে খুব কষ্ট করে বাড়িতে ফেরেন।
ট্রাইসাইকেল পেয়ে খুশী খোদাবক্স অশ্রুসিক্ত চোখে বললেন, কোনো মানুষের কাছে অর্থ সহযোগিতা চাইনি, চেয়েছিলাম একটি ব্যাটারি চালিত গাড়ি। বার্ধক্যের কারণে প্যাডেল করে চলাচল করতে খুবই কষ্ট হতো। সবাই আস্বস্ত করত কিন্তু সহযোগিতা করতো না। আশাই ছেড়ে দিয়েছিলাম। মহান আল্লাহ আমার ডাকে সারা দিয়েছে আপনাদের উসিলা-তে চলাচলের একটি যানবাহন পেলাম। এটি ব্যবহার করে ভালো ভাবে যাতায়াত করতে পারব, ব্যবসার মালামাল সাথে বহন করতে পারবো।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা,আ,ন,ম রাকিবুল ইউসুফ জানান, গণমাধ্যমের মাধ্যমে আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি, উনি একজন প্রতিবন্ধী ক্ষুদ্র সবজি বিক্রেতা। আমার একটি জিনিস ভালো লেগেছে যে, কারো কাছে হাত না বাড়িয়ে উনি সবজি বিক্রি করে জীবন ধারণ করেন। তার চাওয়া অনুযায়ী পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আমাদের পক্ষে থেকে একটি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে। তিনি যাতায়াতের পাশাপাশি সবজি রেখে বিক্রি করতে পারবেন। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করেতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাশতুরা আমিনা জানান, সমাজসেবা অফিস থেকে এই ট্রাইসাইকেলটি দেওয়া হয়েছে। এতে করে উনি স্বাচ্ছন্দ্যে উনার জীবন চালনা করতে পারবেন। এমন উদ্যোগের জন্য সমাজসেবা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.