নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ জন চোরাকারবারীসহ ৫টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন।
রবিবার (৪ জানুয়ারী) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন।
আটকৃতরা হলো ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) ও শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে ৪ জন চোরাকারবারীকেও আটক করেছে বিজিবি।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৯,২৩,৪০০/- টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.