Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপুরে প্রেসক্লাব সাংবাদিকদের মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

‎রাজশাহী দূর্গাপুরে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। জমকালো এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন দূর্গাপুর প্রেসক্লাব ও দূর্গাপুর সাংবাদিক সমাজ।

‎শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দূর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নীল রংয়ের জার্সি পড়ে মাঠে নামেন দূর্গাপুর প্রেসক্লাব দল ও আকাশী রংয়ের জার্সি পড়ে মাঠে নামেন দূর্গাপুর সাংবাদিক সমাজ।

‎দুই দলের এগারো এগারো ২২ জন খেলোয়াড় মাঠে নামেন। খেলা শুরু হওয়ার দ্বিতীয় আর্ধে ৩৫ মিনিটের মাথায় গোল করেন দূর্গাপুর প্রেসক্লাবের খেলোয়াড় রাকিবুল ইসলাম। ১-০ গোলে শেষ হয় খেলা। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন দূর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন বাবলু।

‎দূর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ও আজকের প্রীতি ফুটবল ম্যাচের অধিনায়ক ইসমাইল হোসেন নবী বলেন, আমরা সব সময় অন্যের খবর লিখি। আমাদের মধ্যে একটি মিলনমেলার আয়োজন এটি খুব ভালো লাগলো আজ। সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো। কাজের মধ্যেই থাকি আমরা সবার সঙ্গে ওইভাবে দেখা হয় না যেটি আজ হয়েছে। বন্ধুত্ব আরো ভালো হলো। গণমাধ্যম কর্মীদের এরকম আয়োজন সব সময় হওয়া দরকার তাহলে বন্ধুত্ব অটুট থাকবে।

‎দূর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও আজকের প্রীতি ফুটবল ম্যাচের অধিনায়ক জীবন আলী সবুজ কোরবান বলেন, খেলাটা বড় বিষয় না সবাই আমরা একত্রিত হয়ে আনন্দ করে খেলতে পারলাম এটাই বড় বিষয়। খেলায় হার-জীত থাকবেই। আমরা যেন আবার এরকম প্রীতি ফুটবলের ম্যাচের আয়োজন করতে পারি আপনারা দোয়া করবেন। মোটামুটি আমাদের সকল সাংবাদিকরা ভালো খেলেছে।

‎সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল সাংবাদিক সমাজে সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মায়া ও গণ্যমান্য নেতৃবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।