Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ঘোষণা ৪ জনের

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

 

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা সংশ্লিষ্ট দলীয় ও স্বতন্ত্র প্রার্থী, প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।

 

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন—

বিএনপির অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম,

জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া এবং

বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান।

অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—

ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান,

গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম,

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন,

স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন এবং

স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দীন আহমেদ।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের এক শতাংশ সমর্থনের গরমিল পাওয়া যায়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীদের কাগজপত্রে ত্রুটি এবং গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় তাঁদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা বলেন,“যাচাই-বাছাইয়ে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে, তাই সেগুলো বাতিল করা হয়েছে। চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচনের সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।”

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী অ্যাড. মো. জালাল উদ্দীন বলেন,“দলের নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভোটাররা দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা উৎসাহ নিয়ে কেন্দ্রে যাবেন বলে আমি আশাবাদী।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম বলেন,“আশা করছি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন। ইনশাল্লাহ ন্যায়ের বিজয় হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।