মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সিলিন্ডার গ্যাসের বোতল অধিক দামে বিক্রি করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৪ ই জানুয়ারি) দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় মনিটরিংকালে এ জরিমানা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, এল পি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান সমূহে মনিটরিং কালে দেখা যায় যে, এল পি গ্যাস ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
লিচুতলা এলাকায় মা স্যানিটারি এর মোঃ লুতফর রহমান কে পাচ হাজার টাকা জরিমানা করা হয়, খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্স এর ম্যানেজার মোহাম্মদ রিফাত কে পাচ হাজার টাকা জরিমানা করা হয় এবং খালইস্ট এলাকায় আই আর স্যানিটারি এর ম্যানেজার মোঃ আব্দুর রহমান কে মালিক মোঃ রফিকুল ইসলাম পাচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

