জয়পুরহাট প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার প্রজ্ঞাপন জারি থাকলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা মানা হয়নি। এ ঘটনায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা শিক্ষা বিভাগ।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—
রতনপুর উচ্চ বিদ্যালয়,
বাগজানা উচ্চ বিদ্যালয়,
কোকতারা উচ্চ বিদ্যালয়,
কাঁশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সুলতানপুর হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
কাঁশপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে জারি করা নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় শোক পালনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবহেলা অনাকাঙ্ক্ষিত এবং এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.