আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গরু চোরাই চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে চুরি হওয়া ছয়টি গরুও উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত একটি সক্রিয় সিন্ডিকেটের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর টিটিসি ভবনের পাশের এলাকার বাসিন্দা ও গরু চোরাই চক্রের মূল হোতা জয়নাল (৪২), মহাসিন (৪৮), বাজড়ার ইয়াদ আলী (৪৭), সাদ্দাম (৪২) এবং আলফাডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫৩)।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,“একাধিক গোপন তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে একটি সংঘবদ্ধ গরু চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সক্রিয় ছিল। পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন,“গরু চোরাইসহ যেকোনো সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.