টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মো. সৈয়দ আল-আমিন।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে মো. সৈয়দ আল-আমিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি পূর্ণ সম্মান রেখে তিনি স্বেচ্ছায় এবং স্থায়ীভাবে সংগঠনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকার কথাও জানান।
পদত্যাগ ঘোষণার সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

