Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন করা এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে মেহেরপুরে ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে রোববার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. শামসুজ্জোহা পার্কে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নজরুল কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাতুন এ জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, ‘ভোটের গাড়ি’ মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

প্রশাসন সূত্রে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।