জামালপুর প্রতিনিধি
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন দুই আসনে ২১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এই ঘোষণা দেন।
এর আগে শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়। এখন পর্যন্ত জেলায় ৫টি আসনে মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ও ১৯ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
জামালপুর-৪ (সরিষাবড়ি) আসনে বিএনপির মো: ফরিদুল কবীর তালুকদার, জামায়াত ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঔক্যের করিব হাসান, ইসলামী আন্দোলনের আলী আকবর ও স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে জাতীয় পার্টির মো: মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো: মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ এবং একাধিক মনোনয়নপত্র দাখিলের কারণে জামায়াতের আব্দুল আওয়ালের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ, জাতীয় পার্টির বাবর আলী খান, জামায়াতের মুহাম্মদ আব্দুল সাত্তার, এবি পার্টির মুহাম্মদ ছানোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আমির উদ্দিন এবং গণঅধিকার পরিষদের জাকির হোসেসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির মো: জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো: আক্কাছ আলী এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহীম ও হোছনেয়ারা বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে এবং প্রার্থীরা আইনের নিয়ম মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.