জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারীর বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ ভরি স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুটের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
আব্দুল মোত্তালেব (৬০), নান্দাইল পূর্বপাড়া, কালাই
মোহাম্মদ আলী (৪০), নান্দাইল পূর্বপাড়া, কালাই
সবুজ মিয়া (২৮), দেওগ্রাম, কালাই
আঞ্জুমান (২৮), দেওগ্রাম, কালাই
বিপুল (২৮), বেলঘরিয়া, শিবগঞ্জ, বগুড়া।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টায় কালাই থানা চত্বরে সাংবাদিকদের জানান জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতরা ১৭ ডিসেম্বর রাতে নান্দাইল পূর্বপাড়া গ্রামের স্বামী পরিত্যক্ত নারী শাহানার বেগমের বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে মারপিট করে। পরে স্টিলের আলমারী থেকে ৬ ভরি স্বর্ণালংকার, ৭ লাখ টাকা এবং কানে থাকা রিং লুট করে। প্রতিবেশীরা আহত অবস্থায় শাহানার বেগমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের ধরতে সক্ষম হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তালা কাটা যন্ত্র, ধারালো ছোরা, হাতুরি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মিনা মাহমুদা আরও জানান, গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে আশপাশের জেলাগুলোতে ৮–৯টি মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। তাদের গ্রেফতারের ফলে এলাকায় এ ধরনের ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.