মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত কুয়াশা এত ঘন ছিল যে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সূর্য ওঠলেও শীতের তীব্রতা কমছে না, যার কারণে দিনমজুর, খেটে খাওয়া মানুষ এবং নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
রোববার (৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক ক্ষেত্রে হেডলাইট জ্বালিয়েও সামনে কিছু দেখা যাচ্ছে না। ভ্যানচালক মো. জাকির বলেন, “টানা কয়েক দিন শীত ও কুয়াশার কারণে গাড়ি চালানো খুবই কষ্টকর, আয়ও কমে গেছে।”
শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। বাজার ও জনসমাগমস্থলে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে, তবে সরবরাহ সীমিত থাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ জোরদারের আহ্বান করা হয়েছে।
রোববার বিকেলে সূর্য ওঠলেও তাপমাত্রা উপশম করতে পারেনি।

