অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে শান্তিনগর ইসলামিয়া হোসাইনিয়া যুব সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শান্তিনগর মসজিদের পাশে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের শেষে যুব সংঘের ৬টি পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোট প্রদান করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী:
সভাপতি: মনির হোসাইন (ছাতা প্রতীক) – ২৪ ভোট, জসিম উদ্দিন (পানি বোতল প্রতীক) – ১৯ ভোট।
সাধারণ সম্পাদক: উবায়দুল্লাহ (কলম প্রতীক) – ৫৭ ভোট, নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী – ২ ভোট করে।
কোষাধ্যক্ষ: বায়েজীদ (আপেল প্রতীক) – ৩৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক: তারেক (মোরগ প্রতীক) – ১৮ ভোট।
প্রচার সম্পাদক: সাহাবুদ্দিন (মাইক প্রতীক) – ৪৪ ভোট।
ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মইনুদ্দিন (টিউবওয়েল প্রতীক) – ৩৪ ভোট।
সংগঠনের নতুন নির্বাচিত কমিটি আগামী ত্রি-বার্ষিক মেয়াদে যুব সংঘের কার্যক্রম পরিচালনা করবেন।

