দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় নবনির্মিত রাজগঞ্জ আব্দুল গনি জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে আন্তর্জাতিক সেবা সংস্থা বাসমাহ ফাউন্ডেশনের (Basmah Foundation) অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়।
রবিবার (৪ জানুয়ারী) জহুরের নামাজের মধ্য দিয়ে এই মসজিদটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাছিম ইমরান: অফিসার, মসজিদ প্রজেক্ট, বাসমাহ ফাউন্ডেশন,মোঃ আশরাফ আলী খন্দকার মসজিদের জমিদাতা,মোঃ আব্দুল্লাহ আল নোমান বিশেষ অতিথি, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাসমাহ ফাউন্ডেশনের এই উদ্যোগের ফলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের একটি অভাব পূরণ হলো। সুন্দর পরিবেশে ইবাদত বন্দেগি করার সুযোগ করে দেওয়ায় তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.