মনিরামপুর (যশোর) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রবিবার যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুস সাত্তার, রবিউল ইসলাম, একে আজাদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলের নেতৃবৃন্দ। এছাড়াও মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে অধ্যক্ষ মহসিন আলমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করা হয়।

