আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে হাজার হাজার নারী পুরুষের উপস্তিতিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র রক্ষায় আপোসিন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা তাতীদলের আহবায়ক ডাঃ আব্দুল হালিম, পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল গফফার মিঠু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা মিজান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বোল্লারটুপি জামে মসজিদের ইমাম মাওঃ ইসরাফিল হোসেন।

