Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মোবাইল কোর্টে ভাই ভাই বেকারিকে অর্থ জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১টি মামলা দায়ের করা হয়। ওই সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।

স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্টের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।