বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ডেভিলহান্ট অপারেশন -২ এর বিশেষ অভিযানে উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতিকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মেম্বারের অবস্থান নিশ্চিত হওয়ার পর উপজেলার গারুরিয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামের নিজ বাড়ি থেকে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ সোহেল রানা গ্রেফতার এর বিষয়ে সত্যতা নিশ্চিত করে গনমাধ্যমকে জানান, সারা দেশের ন্যায় বাকেরগঞ্জেও ডেভিল হান্ট অপারেশন ২ চলছে তারাই অংশ হিসেবে আজ দুপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে আগামী কাল ৫ জানুয়ারি তাকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এবং ডেভিল দমনে বাকেরগঞ্জ পুলিশের এ অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.