দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীর প্রেসক্লাব দুমকির উদ্যোগে গভীর শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান স্মরণ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি হারুন অর রশিদ ,সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন,সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ,বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিগণ জনকণ্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধ, আজকের বার্তা প্রতিনিধি আমির হোসেন,আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন,আমার সংবাদ প্রতিনিধি মো. জসিম উদ্দীন, ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেন, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের সময় প্রতিনিধি সুমন মৃধা, মানবকণ্ঠ প্রতিনিধি আতিকুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলাম।

