নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের সদর মেট্রো থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছে।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
তিনি জানান, তাঁর নেতৃত্বে এসআই কায়সার, এসআই কাজলসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে এবং মিছিলকারীদের থানায় নিয়ে আসে। তবে রবিন সরদার কে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
ওসি মোঃ আমিনুল ইসলাম আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাশত করা হবে না।
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

