দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, আল্লাহ যদি আমাকে তৌফিকদান করে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর থানা হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং এবং আমি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর নির্বাচনে দৌলতপুরে কোন প্রতিবন্ধকতা হবে বলে আমি বিশ্বাস করিনা। তবে দৌলতপুর বর্ডার এলাকা, কিছু এলাকা সন্ত্রাস কবলিত আছে।
আমি প্রশাসনকে অনুরোধ করবো দৌলতপুরে প্রচুর অস্ত্র ঢুকছে, কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে কয়েকদিন আগে ৪টি অস্ত্র উদ্ধার হয়েছে, প্রশাসন যাতে শক্তভাবে অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করে এবং নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে এটাই আমার বক্তব্য।
নির্বাচনে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আমি আমার নিরাপত্তা নিয়ে ভাবিনা। তবে আমার দলের যুবক ছেলেরা আমার সঙ্গে থাকবে।
নির্বাচনে বিজয়ী হয়ে আমার প্রথম কাজ হবে মরিচা ইউনিয়নে পদ্মার ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয় প্রায়ওরেডি হবে চিলমারী সঙ্গে যোগযোগ ব্যবস্থা বিশেষ করে ভাগজোতের নীচে শুকার ঘাটে একটি ব্রীজ নির্মাণ এবং চিলমারী ও রামকৃষ্ণপুরের ছেলে মেয়েদের কলেজে লেখা-পড়া করা তাদের জন্য কষ্টের, যদি আল্লাহ আমাকে তৌফিকদান করে দুই ইউনিয়নের মাঝখানে একটি কলেজ করার ইচ্ছা আমার আছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপি মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্বা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী গিয়াস উদ্দিন।
বৈধ ঘোষিত হয়েছে বিএনপি দলীয় প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামের প্রার্থী উপাধ্যক্ষ বেলাল উদ্দিন, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, গণঅধিকার পরিষদের প্রার্থী শাহাবুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী বদিরুজ্জামান।

