স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে।
রবিবার (৪জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে এ এলাকায় কাজ করতেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে রাস্তা পার হবার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে রাতেই তুলরামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মিজানুর গাজীর মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
নড়াইল তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী সোমবার (৫জানুয়ারি) জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মিজানুর গাজীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত মিজানুর গাজীর মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

