জামালপুর প্রতিনিধি
জামালপুরে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে শহরের কাচারী পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আলী হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার মামাতো ভাই শাহ আলম বুদু গত বছরের ৩১ ডিসেম্বর একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের বক্তব্য ১ জানুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।
আলী হোসেন বলেন, প্রকাশিত সংবাদে শাহ আলম বুদু দাবি করেন, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত তার ৩৩ শতাংশ কৃষি জমি দখলকে কেন্দ্র করে আলী হোসেনসহ জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুমসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে এবং তার ওপর হামলার পরিকল্পনা করেছে। এমনকি গত বছরের ১১ নভেম্বর তার ৩৩ শতাংশ আখ ক্ষেতে হামলা চালিয়ে আখ কেটে নেওয়া এবং ১ ডিসেম্বর তার জমি থেকে ধান, মরিচ ও আখ কেটে নেওয়ার অভিযোগও আনা হয়। পাশাপাশি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদে উল্লেখ করা হয়।
আলী হোসেন এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে শাহ আলম বুদু, আব্দুল মান্নান মন্ডল, ইজ্জত আলী মন্ডল, ইয়াকুব আলী মন্ডল ও মিরাজ টার্জেনসহ একটি কুচক্রিমহল দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে না দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং বিভিন্নভাবে তাদের ক্ষতি সাধন করছে।
তিনি আরও বলেন, শাহ আলম বুদু একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বোন জামাই এবং আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১০ বছর চেয়ারম্যানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই প্রভাব খাটিয়ে গত এক দশক ধরে এলাকায় আধিপত্য বিস্তার করায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার মিথ্যা সংবাদের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাদের ওপর চলমান হয়রানি ও নির্যাতন থেকে মুক্তির জন্য প্রশাসন ও গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.