নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজারগামী শহীদ কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজার প্রবেশমুখে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে সহস্রাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০টি গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়া। শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি. কে. গউছ, হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি আর.পি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন ঢাকা–সিলেট মহাসড়ক পার হয়ে চলাচল করেন। ওই এলাকায় বাজারসহ একাধিক স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক ও বীমা অফিস থাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক অতিক্রম করতে হচ্ছে। দ্রুতগতির যানবাহনের কারণে বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও জানান, গত কয়েক বছরে এই স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় কৃষকদের গবাদি পশুও মারা গেছে। প্রস্তাবিত ঢাকা–সিলেট চার লেন (ছয় লেন) মহাসড়ক প্রকল্প বাস্তবায়িত হলে এ এলাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানববন্ধন থেকে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আউশকান্দি শহীদ কিবরিয়া রোডের প্রবেশমুখে একটি আন্ডারপাস নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.