টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২টা) উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বেগম ফাতেমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ২৫ জন মেধাবী ছাত্রীকে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শ্রেণির ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক প্রদান করা হয়।
সাইফুল হক ও জেবুন্নেছা হকের পৃষ্ঠপোষকতায় হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ২৫ জন ছাত্রীকে প্রত্যেককে ৩ হাজার ৬শ টাকা করে বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ১৫০ জন ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন মিয়া।
স্থানীয় মুরব্বি টি.জি. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হক পরিবারের সদস্য এস. এম. মফিজুল হক মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকূল চন্দ্র মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
হক পরিবারের সদস্য এস. এম. মফিজুল হক মিন্টু বলেন, “হক ফাউন্ডেশন থেকে যে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে তা কোনো করুণা নয়, এটি একটি উপহার। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের পোশাক কিনতে অক্ষম, তাই তাদের জন্য এই পোশাক বিতরণ করা হয়েছে। হক ফাউন্ডেশন প্রতি বছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরণ করা হয়।

