Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাল‌কি‌নি‌তে ৬০ জে‌লের মা‌ঝে বকনা বাছ‌ুর বিতরণ

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান,কাল‌কি‌নি-ডাসার(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। প্রতিটি বাছুরের মূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৮০০ টাকা।

সোমবার (৫ জানুয়া‌র‌ি)সকা‌লে কাল‌কি‌নি উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অ‌ফিস।

অনু্ষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরাফীন এর সভাপ‌তি‌ত্বে এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা মৎস‌্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার পলাশ হালদার ও
সহকা‌রি উপজেলা মৎস্য অ‌ফিসার প্রনব কুমার দাশসহ অন‌্যা‌ন‌্য অ‌ফিসার বৃন্দ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত জেলেদের ম‌ধ্যে ২০২৫-২৬অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। প্রতিটি বাছুরের মূল্য প্রায় ২৭ হাজার ৮০০ টাকা।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস‌্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। তিনি বলেন, চলতি অর্থবছরে ৬০ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরাফীন বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন।

সেজন্য বাছুর প্রদানসহ নানা উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।