মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। লিখিত আদেশে মোট সাতজনের নাম উল্লেখ রয়েছে, যার মধ্যে মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের নাম চতুর্থ স্থানে রয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পাওয়ার পর মনিরামপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। দীর্ঘদিন ধরে কিছুটা ঝিমিয়ে পড়া সংগঠনের কার্যক্রম আবারও চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। তারা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম জোরদার করতে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সহিদুর ইসলাম ও পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন বলেন, “যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। রিয়াদকে সাময়িক বহিষ্কার করার কারণে গত কয়েক মাস দলীয় কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এখন আশা করছি, তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের লক্ষ্যে মনিরামপুর যুবদলের সব ইউনিটের কার্যক্রম আরও বেগবান হবে।”
নেতাকর্মীরা মনে করছেন, রিয়াদের পুনর্বহালের মাধ্যমে মনিরামপুরে যুবদলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

