Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
জানুয়ারি ৫, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চিতলমারী এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হাসান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মিত্র, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।