শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চিতলমারী এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হাসান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মিত্র, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক (বুলু)।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

