শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড (এইচডিপি) নামে শিল্প প্রতিষ্ঠানের পক্ষ হতে ৩’শ টি কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি)দিনগত রাতে গোয়ালন্দ বাজার, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ঘাট, জমিদার ব্রিজ, হারেজ মিয়ার পাড়া, জোনাকি রায়ের পাড়া, শ্রীধাম দত্তপাড়া ও যদু ফকির পাড়ায় এ কম্বলগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসাইন ডিউরেবল পলিমার এর ম্যানেজার মোঃ সুলতান মোল্লা, শ্রীধাম দত্তপাড়া পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পীযূষ কালা সহ হোসাইন ইউথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

