সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, টঙ্গী–ভৈরব রেললাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামানো হয়।
ঘটনার সাথে সাথেই রেলওয়ে কর্মীরা ব্যবস্থা নিয়ে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে।
টঙ্গী–ভৈরব ট্রেনের ডাবল লাইন হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এতে এই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

