একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের আস্থা ফেরাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার রাঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ (পিপিএম)।
পরিদর্শনকালে ওসি রতন শেখ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ কক্ষের অবস্থান এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।
ওসি রতন শেখ দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, “নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, পেশিশক্তির ব্যবহার বা ভোটদানে বাধা সৃষ্টির অপচেষ্টা করা হলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক সক্রিয় থাকবে বলেও তিনি জানান। পরিদর্শনকালে ওসির সাথে ছিলেন থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, রাঙ্গারচর ইউনিয়নের সহকারী বিট অফিসার এএসআই মো. জুলহাসসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

