Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুরভী অপহরণ, দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে সাংবাদিক অপহরণ, মুক্তিপণ আদায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সোমবার (৫ জানুয়ারি)দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড আদেশ ঘোষণার সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির একাংশের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, এতে কিছু সময়ের জন্য আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, এর আগে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের একজন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও অপহরণের মতো গুরুতর অভিযোগও তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়কে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে সংবাদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার প্রলোভনে গাজীপুরে ডেকে নেয়া হয়।

পরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে মারধর করা হয়, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিকের বিকাশ অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে ছবি ও ভিডিও ধারণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে তদন্তের অংশ হিসেবে সুরভীকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে ২৫ ডিসেম্বর গভীর রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, রিমান্ডে এনে সুরভীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রকৃত সত্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।