রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিটি এডিটর ও দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান, সাংবাদিক নেতা এইচ এম আলাউদ্দিন মেরুদণ্ডের জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, তার মেরুদণ্ডের এল-৫ ও এস-১ অংশে গুরুতর সমস্যা ধরা পড়েছে। গত ১১ নভেম্বর এমআরআই করার পর এই জটিলতা শনাক্ত হয়। পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালের অর্থোপেডিক্স, নিউরো ও স্পাইন সার্জন ডা. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন তিনি। বর্তমানে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার হাফিজ নগরে নিজ বাসভবনে অটোট্র্যাকশনসহ চিকিৎসাধীন রয়েছেন।
এইচ এম আলাউদ্দিন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক নির্বাহী সদস্য, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মুহাম্মদ আবু তৈয়ব এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এই সাংবাদিক নেতাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করার জন্য দেশবাসী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.