সোনাগাজী (ফেনী)প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর বখতারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, নুরুল ইসলাম, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও কামরুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, সদস্য সচিব আবুল মনজুর সবুজ, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই মানিক প্রমুখ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বখতারমুন্সি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তৈয়ব।

