ফেনী প্রতিনিধি
ফেনীতে অপরাধীদের অপকর্ম আড়াল করতে স্বেচ্ছাসেবক দলের নেতা রসুল আমিন পাটোয়ারীর বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রসুল আমিন পাটোয়ারী ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। মানববন্ধনে নারী, শিশু ও যুবকসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রসুল আমিন পাটোয়ারী একজন সম্পূর্ণ নিরপরাধ ও মানবিক ব্যক্তি। তিনি সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তার এই মানবিকতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় কোন্দল ও স্বার্থান্বেষী একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং নানা অপকর্মের মাধ্যমে তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধনে বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর নবী বলেন,“এলাকার যেকোনো বিপদ-আপদে, গর্ভবতী নারী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ রসুল আমিন পাটোয়ারীর সহযোগিতা পেয়ে থাকে। তিনি আমাদের খুব আপনজন। আমরা চাই তিনি সবসময় আমাদের পাশে থাকুন। রসুল আমিন পাটোয়ারীর এলাকায় ব্যাপক সুনাম রয়েছে। সেই সুনাম ক্ষুণ্ন করতেই এবং নিজেদের অপকর্ম আড়াল করতে কিছু দুষ্কৃতিকারী তাকে দোষী বানিয়ে এলাকা ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এলাকার সচেতন মানুষ এ ষড়যন্ত্র মেনে নেবে না।”
মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গ্রামবাসীরা বলেন, গ্রামবাসী আগেও রসুল আমিন পাটোয়ারীর পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী, বিএনপি নেতা নুরুল আফছার, মুসা, সুমন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল, জুলাই যোদ্ধা আদনান অতুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

