Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বিবর্ণ বোরো বীজতলা

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার চারা হলুদ ও বিবর্ণ হয়ে পড়ছে। বীজতলা রক্ষায় অনেক কৃষক পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন। তবে তাতেও আশানুরূপ ফল না পাওয়ায় কৃষকরা ইরি-বোরো বীজতলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গত আমন মৌসুমে ধান কাটার শেষ মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হলেও কৃষকরা অনেক আশা নিয়ে চলতি বোরো মৌসুমে ধান রোপণের জন্য বীজতলা তৈরি করেন। কিন্তু গত কয়েক দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে বীজতলার গজানো চারাগুলো হলুদ ও সাদা বর্ণ ধারণ করে পাতা গুটিয়ে মরে যাচ্ছে। কৃষকরা বিভিন্নভাবে চারা রক্ষার চেষ্টা করলেও সফল হচ্ছেন না বলে জানান।

এদিকে চলতি মাসে আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় কৃষকদের হতাশা আরও বেড়েছে।

উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ার গ্রামের কৃষক হাফিজার রহমান বলেন,“ঠান্ডা আর কুয়াশায় বীজতলা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিন দিয়ে ঢেকেও কাজ হচ্ছে না। ইরি আবাদ হবে কি না, আল্লাহই জানেন।”

উপজেলার বয়রা গ্রামের কৃষক সমসের আলী জানান, চলতি মৌসুমে ৬ একর জমিতে ইরি-বোরো চাষের জন্য ৬০ কেজি ধানের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু তীব্র শীত ও কুয়াশায় তার সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়ে গেছে। পরে নতুন করে আবার বীজতলা তৈরি করলেও বৈরী আবহাওয়ায় সেটির চারাও নষ্ট হচ্ছে। এ কারণে তিনি ইরি আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রায় ১ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরির পরিকল্পনা থাকলেও এ পর্যন্ত প্রায় সাড়ে ৪শ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন বলেন,“বৈরী আবহাওয়ার কারণে কৃষি বিভাগ থেকে বীজতলা সুরক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরও যদি চারায় হলুদভাব দেখা দেয়, তাহলে পরিমাণমতো ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। পাশাপাশি জিপসাম ব্যবহার ও গোড়া পচন দেখা দিলে প্রয়োজনীয় স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।