Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে মনোরঞ্জ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের কাচারীপাড়া এলাকার খালেকের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জ শেরপুর জেলার সেকান্দার আলী কলেজ এলাকার বাসিন্দা অনিল চন্দ্রের ছেলে। তিনি জামালপুর শহরের কলেজ রোড এলাকায় একটি মুচির দোকানে কাজ করতেন।

বাসার মালিক আলমগীর খান (৪৯) জানান, প্রায় এক বছর আগে মনোরঞ্জ তার স্ত্রী রুপা রিশিকে নিয়ে ওই বাসাটি ভাড়া নেন। প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে মনোরঞ্জ খুব একটা বাসার বাইরে বের হতেন না।

তিনি আরও জানান, সোমবার দুপুরে মনোরঞ্জের শ্যালিকা ও শ্যালক বাসায় এসে তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিকেল চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মনোরঞ্জের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা ভেঙে ঘরের ভেতর মরদেহটি দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।