ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি)বিকেলে হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গী, বিএনপি নেতা আতাউল রশিদ বাচ্চু, এম. টি. আক্তার টুটুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বাজারের ব্যবসায়ীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম। দোয়া শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

