নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডগি গ্রামে সাত বছর বয়সী ওমর ফারুক জন্ম থেকেই পায়ুপথহীন। প্রতিটি দিন তার জন্য তীব্র যন্ত্রণার মধ্যে কাটে। দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহন করতে গিয়ে দরিদ্র পরিবারটি তাদের গরু, আসবাবপত্রসহ সব সম্পদ বিক্রি করেছে। এখন আর কোনো সম্বল নেই।
ওমরের জন্মের মাত্র তিন দিনের মাথায় তার পেট ফুলে যায়। চিকিৎসকের পরামর্শে প্রাথমিক অপারেশন করা হলেও স্থায়ী সমাধান মেলেনি। এখন বড় একটি সার্জারি ছাড়া তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে। চিকিৎসার জন্য চার থেকে পাঁচ লাখ টাকার প্রয়োজন, যা পরিবারের জন্য অসম্ভব।
ওমরের বাবা জয়নাল আবদীন বলেন, “আমার ছেলে সব সময় ব্যথায় থাকে। চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমাদের নেই। সমাজের সহৃদয়বানদের সাহায্যই এখন একমাত্র ভরসা।”
স্থানীয় চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ সেলিমও শিশু ওমরের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সহায়তার জন্য যোগাযোগ:
জয়নাল আবদীন, বাবা
বিকাশ: ০১৮৮৩৩৫৪৮২০
নগদ: ০১৮৪৫৮৯৬৯৪৪

