মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ২০০ শত পিস ইয়াবাসহ মো: আলেক বেপারি (৩৮) নামে একজনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
সোমবার (৫ ই জানুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার দূর্গাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলেক বেপারি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই খালাসী বাড়ির মৃত আব্বাস বেপারির ছেলে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী ও সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার দূর্গাবাড়ি এলাকার মোকসেদুল এর প্লাস্টিক মিলের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আলেক বেপারী কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

