রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলা বিএনপির আয়োজনে প্রয়াত দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা পরিষদ চত্তরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক যুুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

