Nabadhara
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবীতে সাংবাদিক সম্মেলন

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুতে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার অভিযোগ ও সুষ্ঠু তদন্তের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভুক্তভোগী আলমগীর, সিজানুর, গাজলু ও দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে আমাদের আত্মীয়
আব্দুস সামাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে।

কিন্তু পূর্বে তাদের সাথে জমজিমা সংক্রান্ত জের থাকায় প্রতিপক্ষকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুতে ২ মাস পরে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে নিহতের স্ত্রী।

মামলার তদন্তে স্পষ্ট কোর প্রমাণ না পেয়ে আজ ৫ জানুয়ারি পোস্ট মর্টেমের উদ্দেশ্যে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এসময় তারা পোস্ট মর্টেমের সুষ্ঠু রিপোর্ট প্রদান সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ আসামীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের নিকট জোর দাবী জানান তারা।

সম্মেলনে তারা উল্লেখ করে, নিহত আব্দুস সামাদ সকাল বেলা রাস্তায় চলার পথে হঠাত হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ভ্যান গাড়িতে উঠিয়ে দেয়।

এমন একটি স্বচ্ছ ঘটনাকে হত্যা দাবী করে প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ আসামীদের মুক্তির দাবী ও একজন মৃত ব্যক্তিকে ব্যবহার করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টাকারীদের শাস্তিও দাবী করে তারা।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মো: কবির হোসেন জানান, স্থানীয়দের অনেকেই বলছেন, নিহত ব্যক্তি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আবার বাদী বলছে হত্যা। এমন ধুম্রজাল থাকায় আমরা কোন আসামী গ্রেফতার করিনি, পোস্ট মর্টেম রিপোর্ট পেলে সে অনুযায়ী আমারা পরবর্তী ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।